গৌরনদী
গৌরনদীতে বন্দুকের বাট তৈরির অভিযোগে কাঠমিস্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীর উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠি গ্রাম থেকে শুক্রবার সকালে বন্দুকের বাট তৈরীর অভিযোগে নুরুল হক নামে এক কাঠমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো: ফোরকান হোসেন হাওলাদার জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠি গ্রামের একটি ফার্নিচারের দোকানে বন্দুকের বাট তৈরী করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টায় পুলিশ অভিযান চালিয়ে ফার্নিচার দোকানের মালিক কাঠমিস্ত্রী নুরুল হককে (৪৮) তৈরীকৃত বন্দুকের বাট সহ আটক করে। এ ঘটনায় শুক্রবার সকালে উপ-পরিদর্শক মোঃ শাহীন সরদার বাদি হয়ে একটি মামলা দায়ের করার পর আটককৃত নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো: ফোরকান হোসেন হাওলাদার বলেন, কার জন্য বন্দুকের বাট তৈরী করা হচ্ছিল ও বন্দুকটি কোথায় রয়েছে, কারাই এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।