গৌরনদী
আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ইলিশ মাছ বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
সরকারী নিষিদ্ধ থাকার পরেও বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বাজারে ইলিশ মাছ বিক্রি করেন গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের চান মিয়ার ছেলে সোহেল মিয়া। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা অভিযান পরিচালনা করেন। এ সময় মাছ বিক্রেতা সোহেল মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেনএবং জব্দ করা ইলিশ মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পেশকার নাজির সোহেল আমিনসহ প্রমুখ।