গৌরনদী
জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র্যালীসহ বিভিন্ন অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ যথাযোগ্য মর্যদায় গতকাল সোমবার গৌরনদীতে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত করন। শোক র্যালী, আলোচনা সভা, দোয়া ও মাহফিল। সরকারি, বে-সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কবিতা পাঠ, রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, চিত্র প্রদর্শনী, হামদ, নাথ প্রতিযোগীতা। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালী, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের র্যালী শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পুত্রদ্বয় বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ও আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহর স্বতর্স্ফূত অংশ গ্রহনে গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে শোক র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে আলোচনা সভা গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান ফকির, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সাধারন সসম্পাদক প্রিন্স রোলা- বেপারী প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।