বরিশাল
উজিরপুরে পুলিশের উপর হামলা, নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ ওয়ারেন্টের আসামি ধরতে যাওয়ায় বরিশালের উজিরপুর মডেল থানার দুই পুলিশ সদস্যর উপর হামলা চালিয়েছে আসামির স্ত্রীও স্বজনরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উজিরপুর মডেল থানায় আসামির স্ত্রীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৫জনকে আসামি একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, উজিরপুর বাজারেরর মাংশ বিক্রেতা ও উপজেলার মুন্ডপাশা গ্রামের বাদশা সরদারের নামে পিরোজপুর সদর থানার একটি চুরির মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। উজিরপুর মডেল থানায় ওয়ারেন্ট আসার পরে বুধবার গভীর রাতে উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা বাদশা সরদারকে গ্রেপ্তার করতে তার মুন্ডপাশা বাড়িতে অভিযান চালায়। এ সময় বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগমের (৩৪) নেতৃত্বে তার স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে পালিয়ে যেতে সুযোগ করে দেয়। হামলায় উজিরপুর মডেল থানার সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ হাবিবুর রহমান ও কনষ্টেবল মো. রাসেল গুরুতরভারে আহত হন। তাদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গ্রেপ্তারকৃত চম্পা বেগম জখম করার কথা অস্বীকার করে বলেন, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, দুই পুলিশ সদস্যর উপর হামলা চালিয়ে কর্তব্যকাজে বাধা, বেআইনী জনতায় হামলা করে গুরুতর জখম করার অভিযোগ এনে ঘটনায় আহত উজিরপুর মডেল থানার সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ হাবিবুর রহমান বাদি হয়ে বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগমকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করাছে। পুলিশ প্রধান আসামি চম্পা বেগমকে গ্রেপ্তার করেছে।