গৌরনদী
গৌরনদীতে সিঁধ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার লুট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী পৌরসভার বানিয়াশুরী (বাদামতলা) এলাকার আবুল কালাম খন্দকারের বাড়িতে গত রবিবার দিবাগত রাতে কতিপয় দূবৃত্ত সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ধারাল অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার, একটি মোবাইল ও মূল্যবানসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) এস,এম,আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৃহীনি সালমা আক্তার জানান, রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার বসত ঘরের পিছনের বারান্দায় (পশ্চিম পাশে) অজ্ঞাতনামা দূবৃত্তরা সিঁধকেটে ঘরের মধ্যে ঢুকে তাকে (সালমা আক্তারকে) তার বড় কন্যা সাহিদা আক্তার, ছোঠ কন্যা আখি আক্তার, ও পুত্র আল আমিনকে ধারাল অস্ত্রের মুখে জিম্মি করে বড় কন্যার গলার, হাতের, কানের স্বর্নালংকার, পায়ের নুপুর ও একটি এ্যানড্রয়েড মোবাইল ফোন সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল সোমবার গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) এস,এম, আফজাল হোসেন একদল পুলিশসহ ও পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল সজল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে