বরিশাল
গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ পন্ডিত জয়নুদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে রোববার বরিশাল গৌরনদীর শরিকল নিরালা মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ২০২৩ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি কবি স. ম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন আগরপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব নজরুল ইসলাম দুররানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিতার ছোটকাগজ ‘অরুণিমর সম্পাদক ও দখিনবাংলার কবিতার বাতিঘর জনাব মুস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ, আবদুল মান্নান ফকির, কৃষ্ণবন্ধু দাস এবং স্বর্ণ কুমার কর্মকার। দূর দূরান্ত থেকে আগত শতাধিক প্রবীণদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মেডিকেল টীমের মাধ্যমে শারীরিক পরীক্ষা নীরিক্ষার শেষে ওষুধপত্র প্রদান করা হয়। পরে প্রবীণদের প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্য শীর্ষক আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্য কবি মুস্তফা হাবীব বলেন, ‘ আমরা শিকড় ভুলে পাতার বন্দনায় মশগুল থাকি। প্রবীণদেরকে সান্নিধ্যে না রাখার মানসে গড়ে তুলি বৃদ্ধাশ্রম। যা সমাজে যুবক- বৃদ্ধের মধ্যে বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি করে। প্রবীণদের প্রতি প্রীতিপূর্ণ আন্তরিক সম্পর্কের বিপরীতে দূরত্ব বাড়ায়, বাড়ায় অনাদর – অবহেলা। আমাদের মনে রাখতে হবে প্রবীণজন পরিবার তথা সমাজের ছাউনি সরূপ। পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব এবাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ মুরাদ হোসেন, সাঈদ আহমাদ প্রমুখ।