গৌরনদী
গৌরনদীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলেও মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। যার আনমানিক মূল্য ৪ লক্ষ টাকা । এ ঘটনায় বুধবার রাতে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় আসামি করা হয়েছে বানারীপাড়া উপজেলার বেতাল গ্রামের কাশেম মোল্লার সোহেল মোল্লা ওরফে ল্যাড়া সোহেল (৩৭) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৮ জন।
বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের ভ’ুরঘাটা এলাকায় চেকপোষ্ট বাসায়। এসময় একটি সাদা প্রাইভেটকারটি গতিরোধ করার চেষ্টা করেন অভিযানকারী দল। অভিযানকারীদের সিগনাল অমান্য করে দ্রæত সটকে পরে মাদক পাচারকারীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা প্রাইভেট কারটি ধাওয়া করলে মাদকবহনকারীরা সুন্দরদী নবীনগর এলাকার আনিস ঘরামীর বাগানের মধ্যে পরিত্যাক্ত শৌচাগারের মধ্যে গাঁজার বস্তা রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ১০টি পোলটার মধ্যে ২০ কেজি গাঁজা জব্দ করেন।