গৌরনদী
গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর থেকে রায়হান হাওলাদার (৩৩) নামের এক যুবককে ১০৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রায়হার লাখেরাজ কসবা এলাকার সালেক হাওলাদারের ছেলে। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে এএসআই আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম, হুমায়ুন ও ইমরান নাজির ইয়াবাসহ রায়হানকে গ্রেপ্তার করে।