গৌরনদী
স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর করে মটরসাইকেল ছিনতাই
স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর
করে মটরসাইকেল ছিনতাই
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির কর্মসূচীতে যোগ দেয়ার অভিযোগে মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ নাসির মৃধার (৩৫) উপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে মটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গেছে আগৈলঝাড়া যুবলীগ নেতাদের বিরুদ্ধে। আহত আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ নাসির মৃধা (৩৫) অভিযোগ করে বলেন, রতœপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের একটি দোকানে বসা ছিলাম মঙ্গলবার রাত ৯টায় রতœপুর ইউয়িনের যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪০)সহসভাপতি মোঃ মামুনসহ ১০/১২ জন সন্ত্রাসী হাতুরী, হকিষ্টিক ও লোহাার জিআই পাইপ নিয়ে আমারর উপর হামলা করে শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয় এবং পিটিয়ে জখম করে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, রতœপুর ইউয়িনের যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪০)সহসভাপতি মোঃ মামুন বলেন হামলার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই। এ প্রসঙ্গে জানতে চাইলে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরোয়ার হোসেন বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।