বরিশাল
আগৈলঝাড়ায় সাব রেজিষ্ট্রারকে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যানের হুমকি, পুলিশ প্রহরায় কর্মস্থল ত্যাগ
নিজস্ব প্রতিবেদকঃ ত্রুটিযুক্ত কাগজপত্রে সাব-কবলা দলিল রেজিষ্ট্রি করতে রাজি না হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা সাব-রেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজীকে হাত পা ভেঙ্গে দেয়াসহ ২৪ ঘন্টার মধ্যে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে বলে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ওরফে বাবুল ভাট্রির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। হুমকির মুখে আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল ত্যাগ করেন সাব-রেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজী। এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, দলি লেখকসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের দানিয়াল বিশ্বাসের ছেলে দাতা আনন্দ বিশ্বাস গৃহীতা তার ছোট ভাই অসীম বিশ্বাস ও অনিল বিশ্বাসকে ১১ শতাংশ জমি সাব-কবলা দলিল দিতে যান। দলিল লেখক অসীম পান্ডে দলিল লেখার কাজ সম্পন্ন করে সাবরেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজী কাছে জমা দেন। কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাতে ত্রæটি ও জাতীয় পরিচয়পত্রে দাতা ও গ্রহীতার পিতা মাতার নাম মিল না থাকায় সাবরেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজী দলিল রেজিষ্ট্রি করতে রাজি হননি। সাব-রেজিষ্টার দলিল করতে রাজি না হওয়ায় দাতা আনন্দ বিশ্বাস আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ওরফে বাবুল ভাট্রিকে অবহিত করেন। এ সময় ইউপি চেয়ারম্যান সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে উপস্থিত হয়ে দলিল সম্পন্ন করতে সাব-রেজিষ্টারকে চাপ প্রয়োগ করে। এতেও রাজি না হওয়ায় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাব-রেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজীর উপর চড়াও হন। আগৈলঝাড়া উপজেলা সাব-রেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজী অভিযোগ করে বলেন, কাগজপত্রের ত্রæটি থাকায় আমি দলিল সম্পন্ন করতে রাজি না হওয়ায় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমার অফিস কক্ষে ঢুকে আমাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে দলিল সম্পন্ন করার হুমকি দেন। দলিল না করে দিলে ২৪ ঘন্টার মধ্যে আমার হাত পা ভেঙ্গে আগৈলঝাড়া ছাড়া করা হবে বলেও হুমকি দেন। আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। বিষয়টি লিখিতভাবে ওসি ও ইউএনওকে অবহিত করেছি। আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আগৈলঝাড়ায় আমি অফিস না করার সিদ্বান্ত নিয়েছি। সাব-রেজিষ্ট্রারকে হুমকি ও হেনাস্তা করার প্রতিবাদে স্থানীয় দলিল লেখক সমিতি বিচার না হওয়া পর্যন্ত দলিল লেখা থেকে বিরত থাকার ঘোষনা দেন।
আগৈলঝাড়ার উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রির কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, দাতা ও গ্রহীতার কাগজপত্রে কিছুটা অমিল থাকায় আমি প্রত্যয়নপত্র দিয়েছি। সেই প্রত্যায়নপত্র সাবরেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজী ছিড়ে ফেলে দেয়। আমি বিষয়টি জানতে গিয়েছি কিন্তু কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, সাবরেজিষ্ট্রার পার্থ প্রতিম মুর্খাজী নিরাপত্তহীনতার কথা জানিয়ে পুলিশের সহায়তা চাইল আমি বৃহস্পতিবার দুপুর দুইটায় তাকে প্রহরায় কর্মস্থল ত্যাগ করতে সহযোগীতা করেছি। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন এ প্রসঙ্গে বলেন, সাবরেজিষ্টার ও চেয়ারম্যানের মধ্যে ঘটে যাওয়া ঘটনা আমি বরিশাল জেলা প্রশাসক স্যারসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরবর্তিতে তাদের পরামর্শ অনুযায়ি সিদ্বান্ত নেওয়া হবে।