বরিশাল
গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এযাবত ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা হাসপাতালের ডাঃ টিপু সুলতান জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৫জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।