বরিশাল
উজিরপুরে যুবতির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে এক অজ্ঞাতনামা যুবতির লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
উজিরপুর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের বেল্লাল বখতিয়ারের বাড়ির সামনে ডোবায় শুক্রবার দিবাগত রাতে এক অজ্ঞাতনামা (৪২) যুবতির লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিক পুলিশ নিয়ে রাত তিনটায় ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠান। এলাকাবাসি জানান, বেশ কিছু দিন যাবত এই অজ্ঞাতনামা যুবতি সাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। উজিরপুর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।