গৌরনদী
তারুন্যের সমাবেশে যোগ দেয়ায় গৌরনদীতে ছাত্রলীগ যুবলীগের হামলায় আহত-২
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে তারুন্যের সমাবেশে যোগ দেয়ার অভিযোগে গৌরনদী উপজেলা পৃথক পৃথক স্থানে ছাত্রদল ও যুবদলের দুই নেতার উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রদল নেতারা গোপনে চিকিৎসা নিচ্ছেন।
আহত ও দলীয় সূত্রে জানা গেছে, বরিশালে তারুন্যের সমাবেশে যোগ দেয়ার অভিযোগে গৌরনদী পৌর এলাকার লাখেরাজ কসবায়, গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় দুই পৌর ছাত্রদল নেতা উপর সোমবার রাতে যুবলীগ ও ছাত্রলীগ নেতকর্মীরা হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে। গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রনি মাহমুদ (২৫) অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যার পরে আমি লাখেরাজ কসবা সরকার বাড়ির সামনে জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে চা পান করতে গেলে গৌরনদী পৌর ছাত্রলীগের সদস্য আরিফ হোসেন (২৪)র নেতৃত্বে ৭/৮ জন ছাত্ররীগ নেতাকর্মী লাঠিসোটা ও কেচি নিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় ছাত্ররীগ সন্ত্রাসীরা আমাটে পিটিয়ে জখম করে এক পর্যায়ে কেচি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে আহতকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আরিফ হোসেন হামলার কথা অস্বীকার করে বলেন, দলীয় আভ্যন্তরীন কোন্দলে রনি মাহমুদের প্রতিপক্ষরা হামলা করেছে, ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নাই। গৌরনদী পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কে.এম. আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, একই দিন (সোমবার) আমি টরকী বন্দরে গেলে গৌরনদী পৌরসভা ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুজন হাওলাদারের নেতৃত্বে ৫/৬ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্তভাবে জখম করেছে। আমি একটি বেসরকারী হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, কোন ঘটনায়ই থানায় কেউই লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


