গৌরনদী
গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন ও চারা বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার টরকী বন্দর ইসলামি ব্যাংক শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গতকাল ব্যাংকের কনফারেন্স বৃক্ষরোপন কর্মসূচী ২০১৬ ও চারা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফসার মোহাম্মদ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও অনলঅইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের সম্পাদক মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক টরকী শাখার ব্যবস্থাপক (অপারেশন) রমাঃ মোস্তাফিজুর রহমান, গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন বিভা রানী, চম্পা রানী। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বিনামূল্যে সাড়ে তিন হাজার ফলদ ও বৃক্ষ চারা বিতরন করা হয়।