গৌরনদী
তারুন্যের সমাবেশে যোগ দেয়ায় আগৈলঝাড়ায় যুবদল নেতার উপর হামলা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে তারুন্যের সমাবেশে যোগ দেয়া অভিযোগে আগৈলঝাড়া উপজেলা যুবদলের এক সদস্যের উপর আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবদল নেতা গোপেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য ও বাকাল ইউনিয়নের জবসেন গ্রামের আমজেদ পাইকের ছেলে জহিরুল ইসলাম (৩২) অভিযোগ করে বলেন, গত ২৪ জুন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছসেবক দলের বরিশাল বিভাগীয় তারুন্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। আমি স্থানীয় যুবদল নেতাকর্মীদের সংগঠিত করে নিয়ে সমাবেশে যোগ দেই। ওই সমাবেশে যাওয়ার যায়। আগৈলঝাড়া যুবলীগের নেতাকর্মীরা আমাকে হুমকি দিয়ে আসছিল। আমি ও আগৈলঝাড়া উপজেলা মৎস্যজীবি দলের সদস্য দুজনে সোমবার সকাল ১০টার দিকে জবসেন বাজারের মোঃ ইমরান হোসেনের দোকানে যাই। এ সময় আগৈরঝাড়া উপজেলা যুবলীগের সদস্য মোঃ আল আমিন (৩৫), মোঃ আবু বক্কর পাইক (৩২) ও মোঃ মনির পাইকের (৩০) নেতৃত্বে ৫/৬ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে। এ সময় আমার সহযোগী মৎস্যজীবি দলের নেতা পলাশ পাইক দৌড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। আমি পুলিশী ভয়ে গোপনে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে জবসন বাজারের দোকানদার মোঃ ইমরান হোসেন বলেন, দোকানের সামনে গন্ডগোল হয়েছে তবে কে কারে পিটিয়েছে তা আমি জানি না।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যুবলীগের সদস্য মোঃ আল আমিন বলেন, জহিরুল ইসলাম এলঅকায় সন্ত্রাসী কার্যকলাপ করে অঅসছিল তাই কিছু চরথাপ্পর দিয়ে শাসন করা হয়েছে। মোঃ আবু বক্কর পাইক ও মোঃ মনির পাইকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে মুঠোফোনে কল করলে তা রিসিপ করেননি। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ াভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


