বরিশাল
আগৈলঝাড়া নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ “গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ইউনেসেফ এর সহযোগীতায় র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. সাবিনা আফরোজ, ডা. তরিকুল ইসলাম, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. অর্নব সাহা, ডা. অংকুর কর্মকার, স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, নার্স আরতী মধু, মাধবী লতা রাজিবসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও সেবিকাগন।