গৌরনদী
গৌরনদীতে গৃহবধু’র লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে লিপিকা ষোম (৩৫) নামে এক গৃহবধু মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। সে (লিপিকা) উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের আশিষ ষোমের স্ত্রী। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে ।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে থানার এসআই আব্দুল হক শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে লিপিকা ষোমের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর লিপিকার লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য লিপিকার লাশ মঙ্গলবার সকালে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।