বরিশাল
আগৈলঝাড়ায় সম্প্রীতি সাহিত্য সমাজের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় সম্প্রীতি সাহিত্য সমাজ এর কাজল দাশ গুপ্তকে সভাপতি ও এনামুল হক লিটন বিশ্বাসকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স¤প্রীতি সাহিত্য সমাজের বার্ষিক সাধারন সভা ও কমিটি গঠন উপলক্ষে কবি সাহিত্যিকদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে উদয়ন মিত্র, আবুল কালাম আজাদ, বিশ্বজিৎ দাস, মো. শামীমুল ইসলাম শামীম, আভা মুখার্জি, যুগ্ম-সম্পাদক পদে হরেকৃষ্ণ রায় পলাশ, শশাংক শেখর বৈদ্য, অর্থ সম্পাদক পদে রতন কুমার হালদার, প্রচার সম্পাদক পদে সমীরণ রায়, দপ্তর সম্পাদক পদে রিপন রায়, প্রকাশনা সম্পাদক পদে দীনেশ জয়ধর, সাংস্কৃতিক সম্পাদক পদে পদ্মাবতী হালদার, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা খানম, ক্রীয়া সম্পাদক পদে জেমস সুধীর সমদ্দার, কার্যকরী সদস্য পদে মো. জহিরুল ইসলাম, মো. শাহ্ আলম সেরনিয়াবাত ও রফিকুল ইসলাম রুবেলকে নির্বাচিত করা হয়।