গৌরনদী
সাংসদ শাহ আলমের সামনে হাসনাতের দালাল আখ্যা দিয়ে আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল
নিজস্ব প্রতিবেদক, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সামনে রোববার বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহ আলম তালুকদারের সামনে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ওরফে ইকবাল একই কমিটির সহ-সভাপতি মোঃ ইদ্রিস সরদারকে (৪৫) পিটিযে রক্তাক্ত জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতরভাবে আহত ইদ্রিস সরদারকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহত সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহ আলম তালুকদার। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে হাজির হলে তার সঙ্গে উপস্থিত হন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ওরফে ইকবাল ও একই কমিটির সহ-সভাপতি মোঃ ইদ্রিস সরদার। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান সাংসদের সামনে ইদ্রিস সরদারকে কটুক্তি করে অশালীন ও অসংলগ্ন মন্তব্য করলে ইদ্রিস তার প্রতিবাদ করলে হাফিজুর রহমান তাকে সাংসদের সামনে মারধর শুরু করেন।
সহ-সভাপতি মোঃ ইদ্রিস সরদার অভিযোগ করে বলেন, সংসদ সদস্যর সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান আমাকে আবুল হাসানাত আব্দুল্লাহর দালাল বলে কটুক্তি ও অশালীন মন্তব্য করেন। আমি সাবেক উপজেলা চেয়ারম্যানের কথার প্রতিবাদ করলে হাফিজুর রহমান আমার উপর হামলা চালিয়ে মারধর শুরু করে এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার কাজী রিয়াজ (২৭), পলাশ তালুকদার (৩০) ও রুবেল হোসেন (২৫) ইদ্রিসসহ ৭/৮ জন সন্ত্রাসী আমাকেকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। স্থাণীয়রা আহত ইদ্রিসকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগের ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল বলেন, ইদ্রিসের সাথে আমার হাস্যরসপূর্ণ কৌতুক হয়েছে, হামলার ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, এখনো এ ঘটনায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।