Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চাঁদাবাজি করার সময় ৫জন গ্রেপ্তার

    | ১৬:২৪, মার্চ ২৪ ২০২৩ মিনিট

    গৌরনদী প্রতিনিধি
    মাদারীপুর থেকে বরিশালের গৌরনদী বাকাই বাজারে কয়েকটি মিষ্টির দোকানে সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে । এসময় ব্যবসায়ীরা তাদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বৃহস্পতিবার রাতে আল মামুন, আব্বাস হাওলাদার, লিখন মুন্সী, নাসির উদ্দিন তালুকদার ও এমদাদুল হক শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকলের বাড়ি মাদারীপুর সদর থানায়।

    মামলার বাদি বাকাই বাজারের মিস্টি ব্যবসায়ী নাহিদ হাছান জানান, গত এক বছর পূর্বে উল্লোখিত ব্যক্তিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবসাীয় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ছবি তুলে। ছবি তুলে তাকে ভয়ভীতি দেখিয়ে এক হাজার ২শত টাকা নিয়ে যায়। পুনরায় বৃহস্পতিবার বিকেল মাদারীপুর সদর থানার দরগাবাড়ি গ্রামের আলাউদ্দিন মাস্টারের পুত্র আল মামুন (৪২), দুধখালী গ্রামের আঃ হক হাওলাদারের পুত্র মোঃ আব্বাস হাওলাদার (৪৪), নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সীর পুত্র লিখন মুন্সী (২৬), চর মুগুড়িয়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের পুত্র নাসির উদ্দিন তালুকদার (৪০), ঝিকারহাঠ গ্রামের মৃত মোতালেব শেখের পুত্র এমদাদুল শেখ (৪০) তার (নাহিদ) পাশর্^বর্তী মিলন বাড়ৈ, ও তাকিফ এর দোকানের ছবি তুলে চাঁদা দাবি করে। দাকৃত চাঁদা না দিলে এসব ছবি বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্যবসার ক্ষতিসাধন করবে হুমকি দেয়। এ ছাড়া একই বাজারের ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি ও দোকানের কাগজপত্র যাচাইর নামে মোটা অংকের চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। মডেল থানার উপ-পরিদর্শক শাহজাহান বৃহস্পতিবার রাতে আটক করে থানায় নিয়ে আসে।
    গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৩০৩

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ার ভেগাই হালদারের ১শ ৭২তম জন্মবার্ষিকী পালিত
    • আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    Top