গৌরনদী
গৌরনদী স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার এক স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লার রঞ্জন পাল নামে (৩২) এক যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রঞ্জন ওই মহল্লার রবিন্দনাথ ওরফে রবি পালের পালের পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালযের স্কুল শিক্ষিকা (২৮) বাদি হয়ে গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লার রঞ্জন পালকে আসামি করে বুধবার পর্নোগ্রাফি আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জন পালকে গ্রেপ্তার করেছে।
স্কুল শিক্ষিকা বাদি এজাহারে উল্লেখ করেন, আসামি রঞ্জন পাল তার নিকটআত্মীয়। ২০১৮ সালে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তার সাথে মুঠোফোনে ভিডিও কলে বিভিন্ন সময় কথা হয়। এ সময় রঞ্জন পাল তার (ওই স্কুল শিক্ষিকার) অর্ধনগ্ন ছবি মুঠোফোনে ধারন করে রাখে। ২০২১ সালের ৯ মার্চ তার (স্কুল শিক্ষিকার) বিয়ে হয়। বিয়ের পরে ক্ষিপ্ত হয়ে রঞ্জন পাল বিভিন্ন সময়ে স্কুল শিক্ষিকার অশ্লীল ও অর্ধনগ্ন অবস্থায় ধারনকৃত ছবি স্বামীর ফেইসবুক ম্যাসেঞ্জারে পাঠান। শুধু তাই নয় গত ৫ মার্চ স্বামী গৌরনদীতে আসলে রঞ্জন পাল ওই অর্ধনগ্ন ছবি স্বামীকে দেন এবং তা বিভিন্ন আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে ও পরিবারের কাছে আমার মর্যদা হানি করেছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রঞ্জন পাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অর্ধনগ্ন ছবি ছড়াইনি। আমার বিরুদ্ধে মামলা করে হয়রানী করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, স্কুল শিক্ষিকার দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলা বুধবার রাতে আসামি রঞ্জন পালকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।