গৌরনদী
উজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-১০
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর এলাকায় বুধবার পোনে ১১টার দিকে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও ১০ আহত হয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত এসআই তমাল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামি প্রিয়া এন্টাপ্রাইজ বাসটি বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি সাকুরা পরিবহন দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফরিদপুর জেলার কালাইয়া মাতুব্বর কান্দি গ্রামের বোরহান উদ্দিন সিকদারের ছেলে কামাল সিকদার(৪২) নামের এক যাত্রী নিহত হন। নিহত ও গুরুতরভাবে ১০ জন আহত হয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়াপর সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। আহত ১০ জনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করছে।