বরিশাল
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৮
নিজস্ব প্রতিবেদক, ঢাকা -বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডের টোল প্লাজার সামনে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৮ জন আহত হয়েছে । আহতদের ৭ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুই জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বাসটি আটক করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, মঙ্গলবার সকালে ঢাকাগামি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৭৪৩) ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদি বাসষ্টান্ডের টোল প্লাজার কাছে পৌছলে সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা আগৈলঝাড়া পয়সারহাটগামি হাসেম এন্ড সন্স নামের একটি লোকাল বাস (বরিশাল মেট্রো-ব ১১-০১১১) পিছন থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে গিয়ে পাশে রাখা যাত্রীবাহি মাহেন্দ্রার (বরিশাল থ ১১-১৩৯৭) উপর পড়ে। এতে গুরুতরভাবে ৯জন মাহেন্দ্রা যাত্রী আহত হয়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ৭ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উজিরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাহেন্দ্র যাত্রী উজিরপুর উপজেলার চাউলাহার গ্রামের ইউসুফ সিকদারের ছেলে বাচ্চু সিকদারকে (৩২) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সকাল সাড়ে ১০টার দিকে পথিমধ্যে মারা যান। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাসটি আটক করেছে পুলিশ।