গৌরনদী
আগৈলঝাড়ায় যুবক ও গৌরনদীতে যুবতির ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড়শাইল গ্রামের একটি বাগান থেকে সোমবার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য ওই দিন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড়শাইল গ্রামের একটি বাগান থেকে সোমবার সতীশ মজুমদারের ছেলে বিধান মজুমদারের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে অভিমাান করে বাড়ির পাশের বাগানে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরন করেছে। অপরদিকে বরিশালের গৌরনদীতে নুপুর মন্ডল (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সে (নুপুর) গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের সুধীর মন্ডলের মেয়ে। গৌরনদী থানার অফিসার ইনচার্চ মো. আফজাল হোসেন জানান, পারিবারিক কলহ থেকে নুপুর বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরকরা হয়েছে।