Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর বিএনপির ৫৪ জন নেতাকর্মীর জামিন লাভ

    | ১৮:৩৭, জানুয়ারি ২২ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের বিএনপির গন-সমাবেশে বরিশালে যাওয়ার পথে গত ৫ নভেম্বর ভোর রাতে ঢাকা- সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইসরাক হোসেনের গাড়ি বহরে গৌরনদীর মাহিলাড়া বাসষ্টান্ডে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীরা হামলা চালিয়ে ইশরাক হোসেনের বহরে থাকা ১০টি গাড়ি ভাঙচুর ও ১০ জনকে আহত করে। এক পর্যায়ে বহরে থাকা ইশরাক হোসেনের সমর্থকরা পাল্টা হামলা চালায়। এ ঘটনায় ওই দিন রাতে যুবলীগ নেতা রাসেল রারি বাদি হয়ে ইশরাক হোসেনকে প্রধান আসামি করে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ৭১ জনের নাম উল্লেখসহ ১৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
    বরিশাল জেলা জজ আদালতের পেশকার মোঃ কামরুল ইসলাম জানান, ৫ নভেম্বর মামলা দায়েরের পরে গত ২৯ নভেম্বর মামলার প্রধান আসামি ইশরাক হোসেনসহ ৫৫ জন আসামি উচ্চ আদালতে হাজির হয়ে ৬ সপ্তাহ অর্ন্তবর্তিকালীন জামিন লাভ করেন। ৬ সপ্তাহ শেষে রোববার ইশরাক ব্যতিত ৫৪ জন আসামি বরিশাল জেলা জজ আদালতের বিচারক কে, এম, রাশেদুজ্জামান রাজার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট মোঃ মহসীন মন্টু, এডভোটেক আব্দুর রহমান চোকদার, এডভোটেক জাহিদুল ইসলাম পান্না, এডভোকেট শাহিনুর আক্তার, এডভোটেক মোঃ তরিকুল ইসলামসহ অন্যন্যরা।
    মামলার এজাহারভূক্ত আসামি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তাসহ ২০ বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল রারি (৩০), যৃগ্ম সাধারন সম্পাদক বিলাশ কবিরাজ (৩০) ও মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে ৩০/৪০ জন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শসস্ত্র সন্ত্রাসীরা বিএনপি কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা করে ১০টি গাড়ি ভাংচুর করে এবং ১০ জন নেতাকর্মীকে রক্তাক্ত জখম করে। উল্টো আমাদের ১৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এ অভিযোগ অস্বীকার করে মামলার বাদি মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল রারি বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুর যুবলীগ কর্মীর ১০টি মটরসাইকেল ভাঙচুর করেছে।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, যুবলীগের নেতাকর্মীর উপর হামলা, দলীয় কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও যুবলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করার ঘটনায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল রারি বাদি হয়ে ইসরাক হোসেনকে প্রধান আসামি করে ৭০ জনের নাম উল্লেক করে অজ্ঞাতনামা ৫০ জনসহ ১৩০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করে।
    উল্লেখ্য ঘটনার দিন ঘন-সমাবেশে যাওয়ার পথে গৌরনদী মডেল থানা পুলিশ মহাসড়কে অভিযান চালিয়ে বরগুনার বিএনপি নেতা মনিরুল ইসলাম, পাথরঘাটা বিএনপি নেতা পলাশ হোসেন, ভোলার বিএনপি নেতাসফিউদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করে ওই মামলার আসামি করে আদালতে সোপর্দ করলে তারা জামিনে রয়েছে। ১০ আসামি আত্মগোপনে রয়েছে।

    Post Views: ২৮২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top