বরিশাল
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন উপজেলা সৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জব্দকৃত ৩০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুশমীর বিল ও উন্মুক্ত জলাশয়ে এবং সংযুক্ত খালে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। ওই দিন দুপুরে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জাল আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেনের জমা দেয়া হয়। এ সময় উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন উপজেলা পরিষদের সামনে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করেন । আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।