গৌরনদী
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা নামক স্থানে সোমবার দুপুরে বাস চাপায় অজ্ঞাতনামা (৪৫) যুবক নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানায় পুলিশ বাসটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ভূরঘাটা বরিশাল এক্সপ্রেস ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা নামক স্থানে পৌছলে সোমবার দুপুর সাড়ে ১২টায় কালকিনি থেকে ছেড়ে আসা গৌরনদীগামি মটরসাইকেল আরোহীকে চাপা দিলে মটরসাইকেলটি দুমরে মুচরে যায়। এ সময় মটরসাইকেল আরোহী চালক ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।