গৌরনদী
গৌরনদীতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই সরদার (৭৪) বুধবার রাত সাড়ে ৯টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুম আব্দুল হাই স্ত্রী, দুই ছেলে ও ২ কন্যা রেখে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের রাষ্ট্রিয় স¤া§নানা প্রদর্শন ও নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপ-পরিদর্শক আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হালিম সরদার।