বরিশাল
আগৈলঝাড়ায় পান ব্যবসায়ীর টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, পুলিশ পরিচয় দিয়ে বরিশালের আগৈলঝাড়ার এক পান ব্যবসায়ী ও ভ্যানচালকের টাকা ছিনতাইয়ের অভিযোগে পাওয়া গেছে মৃদুল সরদার (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে । এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরিচয় দেয়া এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মৃদুল সরদার গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার মৃত মাহফুজ সরদারের ছেলে।
এজাহারে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের জয়দেব দাসের ছেলে পান ব্যবসায়ী সুজন দাস (২৮) সোমবার সন্ধ্যায় পান বরজের মালামাল কিনতে শুভ করের (৩২) ভ্যানযোগে নিজ বাড়ি থেকে বাটাজোর রওয়ানা হন। পথিমধ্যে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম-পতিহার সড়কের সংযোগস্থলে পৌছলে গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার মৃত মাহফুজ সরদারের ছেলে মৃদুল সরদার (২৬) তার এক সহযোগীকে নিয়ে পুলিশ পরিচয় দিয়ে ভ্যান থামান। এ সময় তাদের কাছে কাছে গাঁজা আছে বলে দেহ তল্লাশি করে পান ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার এবং ভ্যানচালক শুভ করের (৩২) কাছে থাকা দুইশ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ভ্যান চালকের চিল্লাচিল্লিতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মৃদুলসহ দুই ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় মৃদুল সরদারকে চিনতে পান স্থানীয়রা।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় পান ব্যবসায়ী বাদী হয়ে দুই জনকে আসামি করে একটি ছিনতাই মামলা দায়ের করেছে। পুলিশ গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লায় অভিযান চালিয়ে মৃদুল সরদারকে গ্রেপ্তার করেছে।