গৌরনদী
দাবিকৃত যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে এক গৃহবধূকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই সাগর বিশ্বাস (২২) বাদি হয়ে স্বামী শ্বাশুড়ি ও দেবরকে আসামি করে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্বামী অসিম সোমকে (৩৭) গ্রেপ্তার করে বৃহস্পতিবার বরিশাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, , গত ১১ বছর পূর্বে গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের সুনীল সোমের পুত্র অসিম সোমের (৩৭) সঙ্গে আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের স্বপন বিশ^াসের কন্যা সমাপ্তি বিশ^াসের (২৬) সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের সময় শ^শুর মেয়ে জামাতাকে আড়াই ভরি স্বণালংকার ও নগদ ৪০ হাজার টাকা যৌতুক দেয়। তাদের সংসারে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের ভাই সাগর বিশ^াস (২২) অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে ভগ্নিপতি অসিম সোম যৌতুকের দাবিতে আমার বোন সমাপ্তিকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করতো। বোনের সুখের কথা ভেবে বিভিন্ন সময়ে আমার ভগ্নিপতি অসিম সোমকে বাবা তিন লাখ টাকা যোতুক দেয়। গত ৬ সেপ্টেম্বর নতুন করে ২০ হাজার টাকা যৌতুক দাবি করে ভগ্নিপতি অসিম সোম। দাবিকুত টাকা না দেয়ায় আমার বোন সমাপ্তিকে গত ৭ সেপ্টেম্বর আমাদের (বাবার) বাড়িতে পাঠিয়ে দেয়। টাকা দেয়া আশ্বাসে পরের দিন ৮ সেপ্টেম্বর পুনরায় বোনকে বাড়িতে নেন ভগ্নিপতি অসিম সোম। এ নিয়ে ঝগড়াঝাটির এক পর্যায়ে ১৩ সেপ্টেম্বর রাতে ভগ্নিপতি অসিম সোম, তার মা মাধবী সোম (৫০) ও দেবর তাপস সোম (৩০) বোনকে শারীরিকভাবে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার প্রচারনা চালায়। নিহতের বোন একটি আলীম মাদ্রাসার প্রভাষক প্রিয়াংকা বিশ্বাস (২৮) অভিযোগ করে বলেন, আমার বোনের শারীরের বিভিন্ন স্থানে নির্যাতনের রক্তাক্ত চিহ্ন রয়েছে। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে স্বামী অসিম সোম বলেন, পারিবারিকভাবে ঝগড়াঝাটি হয়েছে। পরে অভিমান করে সে বিষপানে আত্মহত্যা করেছে। শরীরে নির্যাতনের চিহ্ন সম্পর্কে জানতে চাইলে অসিম বলেন, রাগে নিজের শরীর নিজেই ক্ষত বিক্ষত করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সাগর বিশ^াস (২২) ) বাদি হয়ে নিহতের স্বামী অসিম সোম শ্বাশুড়ি মাধবী সোম ও দেবর তাপস সোমকে আসামি করে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্বামী অসিম সোমকে (৩৭) গ্রেপ্তার করে বৃহস্পতিবার বরিশাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।