গৌরনদী
গৌরনদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার উপর হামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে রোববার দুপুরে কতিপয় যুবলীগ নেতাকর্মীরা গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রোকনুজ্জামানকে (৩৫) ও ব্যবসায়ীর কুলখানি থেকে ফেরার পথে শনিবার দিবাগত রাতে গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল হোসেনকে (৩৮) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বেচ্ছাসেবকদলের নেতাকে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যুবদল নেতাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রোকনুজ্জামান অভিযোগ করে বলেন, পারিবারিক কাজে টরকী বন্দরে আসার পথে রোববার দুপুর দেড়টার দিকে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছলে গৌরনদী উপজেলা যুবলীগের কর্মী রাশেদ হাওলাদার (৩৫), সজীব তালুকদার (৩৪) ও আব্দুল সালাম (৩২)সহ ৮/১০ জন যুবলীগ নেতাকর্মী আমার পথরোধ করে অতর্কিতভাবে লাঠি সোটা ও রড নিয়ে হামলার চালায়। এ সময় আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায় এবং আমার বাম হাতের একাধিক আঙ্গুল ভেঙ্গে দেয়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আমাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপøেক্সে চিকিৎসায় জন্য রওয়ানা হলে বাধা দেয় পরে আমার স্বজনরা আমাকে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে ভর্তি করেছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল হোসেন অভিযোগ করে বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী মরহুম মন্টু শরীফের কুলখানি অনুষ্ঠানে যোগদান করে বাড়ি ফেরার পথে শনিবার রাত ৮টার দিকে টরকী বন্দরের মসজিদ মার্কেটে পৌছলে গৌরনদী উপজেলা যুবলীগের কর্মী রাশেদ হাওলাদার (৩৫), সজীব তালুকদার (৩৪) ও আব্দুল সালাম (৩২)সহ ৮/১০ জন যুবলীগ নেতাকমর্ ী রড, লাকরী ও কাঠের বাতা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের ব্যপারে জানতে চাইলে গৌরনদী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব বলেন, হামলার সঙ্গে যুবলীগের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নাই। তারপরেও খোজ নিয়ে অভিযোগের ব্যাপারে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।