Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    | ১৬:৪৮, আগস্ট ১০ ২০২২ মিনিট

    গত ৯ আগষ্ট ২০২২ইং তারিখে বরিশাল থেকে প্রকাশিত  দৈনিক সময়ের বার্তাসহ কয়েকটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন পোর্টাল ও একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় “চাল চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট । প্রকাশিত সংবাদে আমাকে নিয়ে এক তরফাভাবে মিথ্যাচার করা হয়েছে। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বিশেষ মহল কিশোর নির্যাতনের মিথ্যা নাটক সাজিয়েছে। বাস্তবতায় যার কোন সত্যতা নাই। বিশেষ মহলের প্ররোচনায় উৎসাহিত হয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট, মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

    প্রকাশিত মিথ্যা সংবাদে সাব্বির পাইকের বরাত দিয়ে বলা হয়, হিমু হাওলাদারের বাড়িতে স্যানিটারী মিস্ত্রী সোহেল ফকিরের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতে যান জিয়া ফকির ও সাব্বির ফকির। কাজ শেষে টাকা না দিয়ে সন্ধ্যার পরে আসতে বলেন। সন্ধ্যার পরে রাত ৮টার দিকে মজুরির টাকা চাইতে গেলে হিমু হাওলাদার তার ঘর থেকে চাল চুরি হয়েছে এবং ওই চাল সাব্বির চুরি করেছি এমন মিথ্যা অভিযোগ দিয়ে কাজের মজুরীর টাকা না দিয়ে উল্টো সাব্বিরকে মারধর শুরু করা হয়। এক পর্যায়ে হিমু হাওলাদার ও তার সহযোগীরা রশি দিয়ে হাত পা বেঁধে সাব্বিরকে বেধড়কভাবে পিটিয়ে আহত করেছে। এমন কি হিমু হাওলাদার ঘর থেকে বড় একটা রামদা বেড় করে গলায় ঠেকিয়ে জবাই করে হত্যার ভয়ভীতি দেখায় । প্রকাশিত সংবাদের ওই তথ্যর কোন সত্যতা তো নেই, বরং তথ্যগুলো মিথ্যার বেসারতি ছাড়া কিছুই নয়। প্রকাশিত সংবাদটিতে উল্লেখিত তথ্য কাল্পনিক ও মনগড়া । সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নেই।

    প্রকৃত ঘটনা হচ্ছে, আমার বাড়িতে স্যানিটারীর কাজ নেন স্থানীয় স্যানিটারী মিস্ত্রী সোহেল ফকির। তিনি তার দুই সহকারী জিয়া ফকির ও সাব্বির ফকিরকে কাজ বুঝিয়ে দিয়ে চলে যান । ওরা কাজ শেষ করে বিকেলে চলে যায়। রাতে আমার বাড়িতে সাব্বির পাইক মজুরীর টাকা আনতে যাওয়ার ঘটনাটি একটি মহলে বিশেষের সাজানো নাটক। কারন চুক্তিতে কাজ দেয়া হয়েছে মিস্ত্রী সোহেলকে, সেখানে সাব্বির টাকা আনতে যাওয়ার পিছনে ষরযন্ত্র রয়েছে। আর ষরযন্ত্র হচ্ছে এই যে, আমার স্থানীয় কতিপয় সামাজিক প্রতিপক্ষ আমাকে লাঞ্চিত করতে সাব্বির পাইককে ব্যবহার করেছে এবং সাব্বিরকে দিয়ে সংবাদ কর্মীদের কাছে মিথ্যা অভিযোগ করিয়েছে। সাব্বিরকে মারধরের কোন ঘটনা কিংবা রসি বাধার কোন ঘটনা আদৌ ঘটেনি। ঘর থেকে রাম দা এনে গলায় ঠেকিয়ে জবাই করার ভয়ভীতির অভিযোগের কোন সত্যতা নাই। বরং ষরযন্ত্রকারী মহল বিশেষ রাত সাড়ে ৮টার দিকে সাব্বির পাইককে পূজি করে এবং মারধরের নাটক সাজিয়ে আমার বাড়িতে গিয়ে হামলাসহ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমার পরিবারের সদস্যদের জিম্মি করেছে। পরে গ্রামবাসি ও প্রশাসনের লোকজন এলে ষরযন্ত্রকারীরা আমার বাড়ি থেকে চলে গিয়ে সাব্বিরকে নির্যাতনের মিথ্যা কথা বলে সুস্থ্য সাব্বির পাইককে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আমার বাড়িতে হানা দিয়ে আমাকে লাঞ্চিত ও আমার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করার ঘটনাটি ধামাচাপা দিতে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, আমার বাড়িতে হামলায় জড়িতদের আড়াল ও রক্ষা করার গভীর ষরযন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে । আমি আবারও প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

    ষরযন্ত্রকারীরা এখানেই ক্ষেন্ত হয়নি। ওই বিশেষ মহল মিথ্যা নাটক সাজিয়ে সাব্বিরকে মাকে প্ররোচিত করে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। পরবর্তিতে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে অভিযোগের কোন সত্যতা পাননি। সংবাদপত্র সমাজের দর্পন এবং সাংবাদিকরা সমাজের বিবেক। অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত সঠিক তথ্য সমাজকে জানানো ও সত্য প্রতিষ্ঠাই সাংবাদিক সমাজের ধর্ম। যখন কোন মানুষ অপশক্তি, ষরযন্ত্রকারীর শিকার হন তখন অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের একমাত্র ভরসা হচ্ছেন আদর্শ ও বিবেকবান সাংবাদিক বন্ধুরা। তাই আমি সত্যের উপর দাড়িয়ে আপনাদের সহানুভূতি কামনা করছি। আপনারা অনুসন্ধান করে প্রকৃত সত্য উদঘাটন করে আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদটি প্রত্যহার করে নিবেন বলে আশা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি তাদের আইডি থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচারনা চালাচ্ছে। কেউ কেউ ফেইসবুকে কৃত্রিম ভিডিও তৈরী করে তা প্রকাশ করেছে। ওই ভিডিওতে সাব্বিরকে রসি দিয়ে বাধা এবং মারধররের আদৌ কোন ফুটেজ দেখাতে পারেননি। আমাকে হেনস্তা, হয়রানীসহ মানবিক সমর্থন নিত পরিকল্পিতভাবে কৃত্রিম ভিডিও তৈরীর অপচেষ্টা করা হয়েছে। সচেতন পাঠক সঠিকভাবে ভিডিওর বিচার বিশ্লেষন করলে বুঝতে পারবেন ভিডিওটি উদ্দেশ্যোমূলক তৈরী করে প্রচার করা হয়েছে। আমাকে নিয়ে ফেইসবুকে মিথ্যাচারেরও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অসত্য বানোয়াট কল্প কাহিনী ফেইকবুকে না ছড়ানোর জন্য বিনীত আহবান জানাচ্ছি। পরিশেষে আমি আবারও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
    মোঃ হুমায়ুন কবির (হিমু হাওলাদার)
    পিতা মৃতঃ শামছুল হক
    গ্রামঃ ফুলশ্রী, পোঃ আগৈলঝাড়া,
    উপজেলাঃ আগৈলঝাড়া, জেলাঃ বরিশাল।

     

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ঃ  ‘দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির’ ওপর জোর; ‎কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য চাই খামারিদের প্রশিক্ষণ
    • গৌরনদীতে কারিতাসের উদ্যোগে প্রবীন ও প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
    • বিএনপি নেতা সৈয়দ সরোয়ার আলমকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ
    • গৌরনদীতে চাঁদাবাজীর মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-২
    • মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে গৌরনদীতে সংবাদ সম্মেলনে যুববদল নেতা ‎​
    • গৌরনদী ইউএনও কার্যালয়ে ঢুকে নারীর আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ
    • জন্মশত বর্ষে শিক্ষককে সম্মাননা দিলেন ছাত্ররা
    Top