Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় দুই কেজি চাল চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতনের অভিযোগ

    | ১৯:৪১, আগস্ট ০৮ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, চাল চুরির অপবাদ দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে রোববার রাতে এক কিশোরকে (১৫) রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত কিশোরকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার আগৈলঝাড়া নির্যাতিতর মা কহিনুর বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত মামলা দায়ের করেছেন।

    স্থানীয় লোকজন, নির্যাতিতর পরিবার ও পুরিশ জানান, রোববার আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের হিমু হাওলাদারের বাড়িতে স্যানিটারী মিস্ত্রির কাজ করেন একই গ্রামের জিয়া ফকির (২৫)। তার সহযোগী হিসেবে কাজ করেন উপজেলার ফুল্লশ্রী গ্রামের আলমগীর পাইকের ছেলে কিশোর সাব্বির পাইক (১৫)। ওই দিন রোববার রাত ৮টার দিকে কাজের মজুরী আনতে গেলে চুরির অপবাদ দিয়ে কিশোর সাব্বির পাইককে (১৫) বেদমভাবে মারধর করে জখম করা হয়।

    নির্যাতিত কিশোর সাব্বির পাইক অভিযোগ করে বলেন, আমার এলাকার স্যানিটারী মিস্ত্রী জিয়া ফকিরের সঙ্গে সহকারী হিসেবে আমি রোববার হিমুর হাওলাদারের বাড়িতে স্যানেটারির কাজ করি। কাজ শেষে টাকা না দিয়ে সন্ধ্যার পরে আসতে বলেন। আমি সন্ধ্যার পরে রাত ৮টার দিকে মজুরির টাকা চাইতে গেলে হিমু ফকির তার ঘর থেকে দুই কেজি চাল চুরি হয়েছে এবং ওই চাল আমি চুরি করেছি এমন মিথ্যা অভিযোগ দিয়ে কাজের মজুরীর টাকা না দিয়ে উল্টো আমাকে মারধর শুরু করে। এক পর্যায়ে হিমু ফকির ও তার সহযোগীরা আমাকে রশি দিয়ে হাত পা বেঁধে বেধড়কভাবে পিটিয়ে জখম করে। এমন কি হিমু ফকির তার ঘর থেকে বড় একটা রামদা বেড় করে গলঅয় ঠেকিয়ে আমাকে জবাই করে হত্যার ভয়ভীতি দেখায় । পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিশোর সাব্বিরের মা কহিনুর বেগম অভিযোগ করে বলেন, মোরা গরীব বলে এমনিভাবে মারধর নির্যাতন করবে। কামের মজুরী দিল না উল্টো পোলাডারে বিনা অপরাধে মিথ্যা চুরির অপবাদ দিয়ে অসহনীয়ভাবে মারধর করল আমি ঘটনায় বিচার চাই।

    অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হিমু হাওলাদার শারীরিক নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, সাব্বির ফকির রোববার আমার বাড়িতে স্যানেটারি কাজ করেছে। সন্ধ্যার পরে সে আমার বাড়িতে কাজের টাকা চাইতে আসলে তার কাছে আমি চাল চুরির বিষয়ে জানতে চাই এ নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে কিন্তু নির্যাতনের অভিযোগ সঠিক নয়। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, নির্যাতনের ঘটনায় কিশোরের মা বাদী হয়ে সোমবার আগৈরঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    Post Views: ৪৬২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top