Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    সরকারী দায়িত্ব পালনের সময় সরকার বিরোধী কর্মসূচীতে অংশ নেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

    | ১০:৩১, আগস্ট ০৩ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, সরকারী দায়িত্ব পালনের সময় সরকার বিরোধী কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগ উঠেছে বরিশালের এ করিম আইডিয়াল কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন তিথির বিরুদ্ধে। ক্লাস চলাকালীন সময়ে রাজপথে গিয়ে সরকার বিরোধী বক্তব্য দিয়ে মঞ্চ কাপানোর বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    গত ৩০ জুলাই প্রভাষক ফারহানা ইয়াসমিন তিথি কলেজের উপস্থিতি হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকার বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একদিকে তিনি কাগজ কলমে সরকারী দায়িত্বে নিয়োজিত রয়েছেন, অন্যদিকে সরকার বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে জ্বালাময়ী বক্তব্য প্রদান করেছেন। শিক্ষিকা ফারহানা ইয়াসমিন তিথির এমন কার্যকলাপে সমালোচনার ঝড় বইছে বরিশাল নগর জুড়ে। সরকারী দায়িত্ব পালনের সময়, সরকার বিরোধী বক্তব্যে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৩০ জুলাই সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বরিশালে হারিকেন নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এই দিনে কর্মস্থলের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে, সরকারের বেতন-ভাতা পাওয়া কোন কর্মকর্তা-কর্মচারী, সরকার বিরোধী কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা ? তা জানতে চাইলে ‘এ করিম আইডিয়াল কলেজ’ এর অধ্যক্ষ মো. নূরুল ইসলাম বলেন, নিয়ম আছে কিনা ? তা তার জানা নেই। বর্তমানে আমি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। বরিশালে এসে আইনানুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে। সহকারী অধ্যাপক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) নাসরিন সুলতানা এ প্রসঙ্গে বলেন, গত ৩০ জুলাই দায়িত্বে ছিল কলেজ অধ্যক্ষ। বিষয়টি সম্পর্কে স্যার ভালো বলতে পারবেন। অভিযোগ প্রসঙ্গে প্রভাষক ফারহানা ইয়াসমিন তিথি বলেন, এমপিওভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষিকা রাজনীতি করতে পারবে। বরিশালে অনেক কলেজের শিক্ষক-শিক্ষিকা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মস্থলের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে, কর্মস্থলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত না থেকে, সরকার বিরোধী কর্মসূচিতে অংশ নেওয়া কোন নিয়মে রয়েছে ? তা জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত কাজের জন্য কলেজ থেকে বের হয়েছি । এ প্রসঙ্গে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল কবিরের কাছে জানতে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেনি।

    সংশ্লিষ্ট একাধিক সূত্র জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্মস্থলে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে কর্মস্থলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকা বাধ্যতামূলক। তবে কলেজ কর্তৃপক্ষের আদেশে অফিসিয়াল কার্যক্রমের জন্য যে কেউ বাহিরে যেতে পারবে।তাছাড়া নানা পরিস্থিতিতে যুক্তিগত ঘটনার অনুক‚লে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে বাহিরে যেতে পারবে। যেমন: মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্বজন কেউ মারা গেছে বা হঠাৎ অসুস্থ হয়েছে। সুনির্দিষ্ট করে সরকারী দায়িত্ব পালনের সময় বাদ দিয়ে সরকার বিরোধী কোন কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না। যা করেছেন ’এ করিম আইডিয়াল কলেজ’ এর শিক্ষিকা ফারহানা ইয়াসমিন তিথি।

     

    Post Views: ১৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ঃ  ‘দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির’ ওপর জোর; ‎কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য চাই খামারিদের প্রশিক্ষণ
    • গৌরনদীতে কারিতাসের উদ্যোগে প্রবীন ও প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
    • বিএনপি নেতা সৈয়দ সরোয়ার আলমকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ
    • গৌরনদীতে চাঁদাবাজীর মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-২
    • মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে গৌরনদীতে সংবাদ সম্মেলনে যুববদল নেতা ‎​
    • গৌরনদী ইউএনও কার্যালয়ে ঢুকে নারীর আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ
    • জন্মশত বর্ষে শিক্ষককে সম্মাননা দিলেন ছাত্ররা
    Top