গৌরনদী
বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ গালর্স গাইড গৌরনদীর সিনথিয়া
নিজস্ব প্রতিবেদক, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছে বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া আমিন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে বিজয়ীদেও মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ গার্ল গাইড সিনথিয়া আমীনের হাতে ক্রেষ্ট প্রদান করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন।