বরিশাল
শিকলবন্দী রুমার পাশে দাঁড়িয়েছে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের মজিবর হাওলাদারের মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে একযুগ শিকলবন্দী অবস্থায় কাটানো রুমা বেগমের (৩০) পাশে দাঁড়িয়েছেন আগৈলঝাড়া উপজেলা প্রশাসন। গৃহবধু রুমাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সুশান্ত বালা গৃহবধু রুমা বেগমের বাবার বাড়িতে গিয়ে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষনা প্রদান করেন। উল্লেখ্য মানসিক ভারসাম্যহীন এক সন্তানের জননী গৃহবধু রুমা বিগত ১২ বছর যাবত তার বাবার বাড়িতে একটি পরিত্যাক্ত ঘরে শিকলবন্দী অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে।