বরিশাল
৩৩৩ ফোন করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল আগৈলঝাড়ার ৫শ দুঃস্থ পরিবার
নিজস্ব প্রতিবেদক, প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার আওতায় জরুরী সেবা ৩৩৩ ফোন করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে খাদ্য সহায়তা পেল ৫০০ দুঃস্থ পরিবার। সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তালিকাভুক্ত ৫শ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারসহ প্রমুখ।
উপজেলা প্রকল।প কর্মকর্তা (পিআইও) মো. মোশারফ হোসেন জানান, পরিবার ভিত্তিক খাদ্য সহায়তার তালিকায় রয়েছে চাল ১০কেজি, প্যাকেট সয়াবিন তেল ১লিটার, প্যাকেট মশুর ডাল ১কেজি ও লবন ১কেজি।