বরিশাল
গৌরনদীতে অবহেলা ও ভূল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীর একটি ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও ভূল চিকিৎসায় শারমিন বেগম নামে এক নবজাতক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ ।
নিহতর স্বজনরা অভিযোগ করেন, গত ৬ জুলাই পৌরসভার সুন্দরদী মহল্লার সন্তান সম্ভাবনা শারমিন বেগম অসুস্থ্য হয়ে পরলে উপজেলা সদরের ডক্টর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। পরবর্তীতে ১১ জুলাই সিজার অপারেশন করে শারমিন বেগমকে বাড়িতে নিয়ে আসা হয়।
এরপরে অপারেশনের সেলাই কাটার সময় হলে গতকাল শুক্রবার বিকেলে শারমিনকে পুনরায় ডক্টর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়। হঠাৎ শারমিনের শ^াসকষ্ট শুরু হলে শারমিনের স্বজনরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করার কথা বললে ক্লিনিকের জরুরি বিভাগের চিকিৎসক নানা তালবাহানা করেন। এক পর্যায়ে একটা ইনজেকশন পুশ করলে রোগীর খিঁচনী উঠে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে শারমিন মারা যায়।