গৌরনদী
সাবেক প্রেসিডেন্ট এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরনদী বাসস্ট্যান্ড কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম আজিজ, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সরদার, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নিজামুল হক, সাধারন সম্পাদক মো. ইলিয়াস হাওলাদার প্রমূখ। আলোচনা শেষে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোখছেদ আলম।