গৌরনদী
গৌরনদীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক. বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ডাকাতি করার সময় ডাকাত দলের সাথে গৌরনদী মডেল থানা পুলিশের বন্দুকযুদ্ধ ঘটনা ঘটে। এ সময় আগ্নেয় ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, রোববার মধ্যরাতে খাঞ্জাপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৫ পাঁচ রাউন্ড কার্তুজ এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাতদের ৪ ডাকাতকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত হলো, সেলিম হাওলাদার, মোহাম্মদ মিজান, রফিকুল ইসলাম ও বারেক সিকদার। এবং ৫/৬ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হন । গ্রেপ্তারকৃতদের দুই ডকিাতের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় ও দুই ডাকাতের বাড়ি বরগুনা সদরে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরি মামলা রয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান বাদি হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। দুপুরে গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের বরিশাল আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।