গৌরনদী
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গৌরনদীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে বরিশালের গৌরনদীতে আনন্দ র্যালী, আলোচনা সভা ও “স্বপ্নের পদ্মা সেতু” শীর্ষ চিত্রাংকন প্রতিযোগিতা এবং অনুষ্ঠান প্রদর্শন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শনিবার সকালে শহীদ উপজেলা চত্বর থেকে আনন্দ র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতা উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া পদ্মা সেতু’র শুভ উদ্ধোধনী অনুষ্ঠান বড় পদার্য় প্রদর্শন করা হয়।