বরিশাল
উজরপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত-১, আহত-১
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়াল পাড়া গ্রামে শনিবার সকালে নিজ ঘরের দোতালায় বসত ঘরের কাঠের মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের এক সহযোগী আহত হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিন উদ্দিন জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়াল পাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ হাওলাদারের পুত্র আব্দুর রহিম হালদার (৬০) নিজ বসত ঘরের দোতালায় কাঠের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে রক্ষায় এগিয়ে গেলে তার সহযোগী একই গ্রামের আক্কেল আলী হাওলাদারে পুত্র গাফফার হাওলাদার (২৫) গুরুতরভাবে আহত হন। আহতকে স্বজনরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।