গৌরনদী
এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, এক কেজি গাঁজা সহ ইয়াছিন হাওলাদার (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকা থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন পাশ্ববর্তি কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে গৌরনদী ও কালকিনি থানায় একাধিক মাদক মামলা রয়েছে।