Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যৌতুকের দাবিতে পিটিয়ে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

    | ২১:০৯, জুন ২১ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, যৌতুকের দাবিতে বরিশালের গৌরনদী পৌর এলাকার বড়কসবা মহল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূকে হত্যার বিচার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড কলেজ গেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি ও নিহতের স্বজনরা।
    স্থানীয়রা জানান, গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের শিপন সরদারের কন্যা স্বর্ণা আক্তারের (২০)একই গ্রামের জালাল খানের ছেলে ও টরকী বন্দরের গার্মেন্টস ব্যবসায়ী মাসুম খানের (২৫) সাথে আড়াই বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পরে জামাতা এখ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করে। মেয়ে স্বর্না বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে অস্বীকার করায় মাসুম খান স্বর্নাকে প্রায়ই নির্যাতন করত। নিহত স্বর্নার বাবা শিপন সরদার লিখিত অভিযোগে বলেন, এক লক্ষ টাকা যৌতুকের জন্য মেয়ের উপর চাপ সৃষ্টি করে জামাতা মাসুম খান। টাকা দিতে অস্বীকার করায় সম্প্রতি সময়ে টাকার জন্য মেয়েকে বেদম মারধর করে বাড়ি থেকে বের করে দিলে সালিশ মিমাংসা করে পুনরায় স্বামীর বাড়িতে পাঠানো হয়। শুক্রবার দিবাগত রাতে জামাতা মাসুম খান মেয়ে স্বর্নাকে মারধর করে ২৪ ঘন্টার মধ্যে টাকা না দিলে ও মেরে ফেলার হুমকি দেয়। মেয়ে তাকে বিষয়টি ফোনে আমাকে জানান । টাকা না পেয়ে শনিবার রাতে মারধর করে এবং রোববার সকালে মেয়ে স্বর্নাকে ঘরের আটকে মারধর করে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। মাসুম খানসহ স্বজনরা স্বর্নাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ সময় স্বামী মাসুম ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে জরুরী বিভাগে লাশ ফেলে পালিয়ে যায়।
    এদিকে স্বর্না আক্তার হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িত স্বামীসহ তার পরিবারের লোকজনকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড কলেজ গেটে মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি ও নিহতের স্বজনরা। এক ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মোঃ ওহাব সরদার, মোঃ মামুন হাসান, মিলন সরদার, মোঃ দোলন হোসেন, রিয়াজ উদ্দিন বেপারী, নারীনেত্রীশিরিন আক্তার, আখি আক্তার, নিহতের বাবা শিপন সরদার ও মা সোনিয়া বেগম প্রমূখ। বক্তারা অনতিবিরম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবি জানান। মাসুম খানের মা রুনু বেগমের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বলেন, বিয়ের পরে ছেলে মাসুমের সাথে পুত্রবধূ স্বর্নার বিরোধ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হলে রোববার সকালে সে আত্মহত্যা করে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এ প্রসঙ্গে বলেন, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩৭৯

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top