গৌরনদী
আগৈলঝাড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ র্যাব-৮ এর সদস্যরা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় অভিযান চালিয়ে অর্ধ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলামিন বেপারীকে আটক করেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে র্যাবের ডিএডি কামরুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আলামিন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের অহেদ বেপারীর পুত্র। র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা চেঙ্গুটিয়া গ্রামের নুরু তালুকদারের রাইচ মিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে (২২) আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৭৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৫৩ হাজার ৪’শ টাকা। বুধবার দুপুরে আটককৃত আলামিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।