গৌরনদী
চোরের মার বড় গলা ॥ গৌরনদীতে ২০৭ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী মডেল থানা পুলিশ বলেছে চোরের মার বড় গলা। সম্প্রতি ইয়াবা ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে পুলিশ গ্রেপ্তার করলে তার মা সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে বিষোদাগার করে বক্তব্য দেন। নিজ পুত্রকে নির্দোষ দাবি করে সাপাই গান। অবশেষে বরিশাল র্যাব ০৮ এর একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় গৌরনদী উপজেলার দক্ষিন পালরদী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ২০৭ পিচ ইয়াবাসহ রাজ্জাক বেপারী (২০) নামের ওই চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রাজ্জাক বেপারীকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব ০৮ এর একটি টীম রোববার সন্ধা ৭টার দিকে উপজেলার দক্ষিন পালরদী এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় তারা সেখান থেকে ২০৭ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা রাজ্জাক বেপারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রাজ্জাক বেপারী উপজেলার দক্ষিন পালরদী গ্রামের নুরুল ইসলাম বেপারীর পুত্র। র্যাব ০৮এর ডিএডি ইসমাঈল হোসেন বাদি হয়ে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি আরো জানান, মাদক বিক্রেতা রাজ্জাক বেপারীর পরিবারের সদস্যরা এলাকায় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধে গৌরনদী মডেল থানায় মোট ২৪টি মামলা রয়েছে।