গৌরনদী
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক স্ত্রীর যৌতুক মামলায় চিকিৎসক স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলাদুজ জাহান (৩১) গত মঙ্গলবার রাতে একই স্থানে কর্মরত স্বামী চিকিৎসক টিপু সুলতানের (৩২) বিরুদ্ধে যৌতুক ও নারী-নির্যাতনের একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে গৌরনদী মডেল থানা পুলিশ চিকিৎসক টিপু সুলতানকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করে।
স্থানীয় লোকজন, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়াশোনা অবস্থায় কুমিল্লা সদরের আব্দুল আলীমের কন্যা মিলাদুজ জাহান তার সহপাঠি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের মোঃ বাদশা ফকিরের পুত্র মোঃ টিপু সুলতানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তিতে তারা লেখাপড়া শেষ করে উভয়ে (বিসিএসস্বাস্থ্য) ২০২১ সালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিসেবে যোগদান করেন। গত ৮ মাস আগ উভয়ের পারিবারিক মতে সামাজিকভাবে তাদের বিবাহকার্য সম্পন্ন হয়। কর্মরত প্রতিষ্ঠানের লোকজন ও স্থানীয়রা জানান, বিয়ের পরে ২/৩ মাস না যেতেই তাদের মধ্যে দাম্পত্যকলহ দেখা দেয়।
চিকিৎসক স্ত্রী মিলাদুজ জাহান অভিযোগ করেন, স্বামী চিকিৎসক টিপু সুলতান তার কাছে (স্ত্রী মিলাদুজ জাহান) ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যাযে যৌতুকের ১০ লাখ টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে তাতেও টাকা দিতে অস্বীকার করায় স্বামী টিপু শারীরিক নির্যাতর শুরু করে। গত ৩ এপ্রিল গৌরনদী সদরের একটি ক্লিনিকের ল্যাবে কাজ করা অবস্থায হামলা করে পিটিয়ে আহত করেছে এবং পরের দিন তাকে স্বামী টিপু তার বাবার বাড়ি নলচিড়া গ্রামে নিয়ে অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে তাকে বাড়িতে আটকে রাখেন। মঙ্গলবার কৌশলে বাড়ি থেকে পালিয়ে এসে গৌরনদী মডেল থানাকে বিষয়টি অবহিত করেন। আদালতে প্রেরন করায় অভিযোগের ব্যপারে টিপু সুলতানের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা মোঃ বাদশা ফকির যৌতুকের দাবির কথা অস্বীকার করে বলেন, পড়াশোনা অবস্থায় দুজনে দুজনকে ভালবেসে বিয়ে করেছে যা আমরা উভয়ে পরিবার মেনে নিয়েছি। বিয়ের পরে পুত্র বধূ মিলাদুজ জহান ছেলে টিপু সুলতানকে বদলি হয়ে কুমিল্লায় যাওয়া এবং পরিবার থেকে আলাদা হতে প্রস্তাব দেয় টিপু তার (স্ত্রীর) প্রস্তাব মানতে রাজি না হওয়ায় মিথ্যা যৌতুক মামলা দিয়ে আমার ছেলেকে হয়রানী করেছে।
এ ব্যাপারে গৌরনদীউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ বলেন, ডাঃ মিলাদুজ জাহান আমার কাছে লিখিতভাবে জানায় তার স্বামী টিপু সুলতান যৌতুকের দাবিতে গত মঙ্গলবার গলায় রসি পেচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে বেদমভাবে পিটিয়ে জখম করেছে। আমি অভিযোগ পাওয়ার পরে বিষয়টি বরিশাল সিভিল সার্জনকে অবহিত করেছি। ডাঃ মিলাদুজ জাহান ৫ দিনের ছুটিতে রয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এ প্রসঙ্গে বলেন, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিলাদুজ জাহান বাদি হয়ে স্বামী একই প্রতিষ্ঠানের চিকিৎসক ডাঃ টিপু সুলতানের বিরুদ্ধে যৌতুক নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ মঙ্গলবার গভীর রাতে ডাঃ টিপু সুলতানকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।