গৌরনদী
গৌরনদী পৌরসভার বাজেট পর্যালোচনা ॥ আধুনিক পৌরসভার স্বপ্ন নিয়ে বাজেট, বাস্তবায়নে পাল্টে যাবে চেহারা
মোঃ খায়রুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
গৌরনদী পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেব নাগরিক সুবিধা নিশ্চিত করতে নতুন কর আরোপ ছাড়াই গৌরনদী পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য অর্ধশত কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রথম শ্রেনীর এ পৌরসভার বার বার নির্বাচিত সফল মেয়র মোঃ হারিছুর রহমান প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে স্বপ্ন দেখেন একটি আধুনিক ও মডেল পৌরসভা গড়ার। নির্বাচিত হওয়ার প্রথম ৫ বছর পরিকল্পনা নিয়ে উন্নয়ন তহবিলের দাতাদের সঙ্গে যোগাযোগ ও প্রকল্পভূক্ত হতে কাজ করেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে বাস্তব ভিত্তিক প্রকল্প গ্রহন এবং অর্ধশত কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন। বাজেট বাস্তবায়ন হলে পাল্টে যাবে গৌরনদী পৌর সভঅর চেহারা। সে কথাই বললেন বিশিষ্ট নাগরিকরা।
প্রস্তাবিত বাজেট সম্পর্কে পৌর মেয়র হারিছুর রহমান পৌরবাসীর জন্য একটি সুন্দর ও সহায়ক বাজেট আখ্যা দিয়ে পৌর সভার বিশিষ্ট নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক ও মডেল পৌর সভায় গৌরনদী পৌরসভাকে রুপান্তরিত করা আমার স্বপ্ন। আমার স্বপ্নকে বাস্তবায়নে সর্বাত্মকভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন দক্ষিনাঞ্চলের উন্নয়নের রুপকার শান্তি চুক্তি প্রনেতা বরিশাল-১ আসনের সংসদ সদস্য অলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক হাসানাত ভাইর পৃষ্টপোষকতায় পৌরসভার বালুর মাঠে একটি অত্যাধুনিক ৫তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট কাম কমিউনিটি সেন্টার নির্মানের জন্য নতুন করে প্লান ও ডিজাইনের কাজ শেষ হয়েছে। এটি এখন মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। পৌরসভার উন্নয়ন মুলক কাজ করার জন্য এলজিইডি’র দুটি বড় প্রকল্প রয়েছে। বি,এম,ডি,এফ এবং ইউ,জে,এইচ,পি-৩ এ প্রকল্প দুটিতে অন্তর্ভূক্ত হলে পৌরসভায় প্রায় ৪০ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা যাবে। পৌরসভাকে জাইকা,বি,এম,ডি,এফ, ইউ,জে,এইচপি-৩ ও জলবায়ু প্রকল্পে অন্তর্ভূক্ত করার পূর্বশর্ত হল ৮০% নিয়মিত পৌরকর আদায় করা। পৌর সভায় এখনও ৬০ লক্ষাধীক টাকার পৌর কর বকেয়া রয়েছে। পৌরসভা যেমন আপনাদের নিকট নাগরিক সুবিধা প্রদানে দ্বায়বদ্ধ, তেমনি আপনাদেরও দ্বায়িত্ব রয়েছে নিয়মিত পৌর কর পরিশোধ করার। আপনাদের কাছে যে বকেয়া পৌর কর পাওনা রয়েছে তা যদি আপনারা নিয়মিত পরিশোধ করেন তা হলে আমি পৌরসভায় ব্যাপক ভাবে উন্নয়ন কাজ করতে পারব বলে আশা করি। স্থানীয় সরকার মন্ত্রনালয় ও এলজিইডির বিভিন্ন প্রকল্পে অন্তর্ভূক্তির জন্য পৌর কর আদায় ৮০% বাধ্যতা মুলক। কাজেই আপনারা নিয়মিত পৌর কর পরিশোধ না করলে আমার পক্ষে পৌরবাসীর উন্নয়ন করা সম্ভব হবে না।
গৌরনদী পৌরসভাকে ঢেলে সাজাতে মেয়র মোঃ হারিছুর রহমান পৌর এলাকায় ১১টি সড়ক কার্পেটিংকরনে প্রকল্প গ্রহন করেছেন। গৌরনদীর সভার প্রধান সমস্যা জলাবদ্ধতা দুরীকরনে নির্মিত ১২টি ড্রেন সংস্কার ও নতুন ২৩টি ড্রেন নির্মান প্রকল্প তৈরী স্থানীয় সরকার মন্ত্রনালয়ে দাখিল করেছেন। যা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের জাতীয় সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর অনুমোদন দিয়েছেন। চলতি অর্থ বছরে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। পৌরসভাকে অত্যাধুনিক পৌর সভায় রুপান্তনিরত করতে এলজিইডির বি,এম,ডি,এফ এবংইউ,জে,আই,অই,পি-৩ প্রকল্পে অর্ন্তভূক্ত করা হয়েছে। প্রকল্প দুটির মাধ্যমে ৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গৌরনদী পৌর সভার বিশিষ্ট নাগরিক পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, পৌর সভার ২০তম বাজেটের প্রায় প্রতিটি বাজেট অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং বিভিন্ন সময় র্নিবাচিত মেয়রদের বাজেট অনুষ্ঠানে আমি বাজেট পর্যালোচনা বক্তৃতায় জলাবদ্ধতা দুরীকরনে ড্রেন নির্মানের পরিকল্পনা প্রস্তাব দিয়ে আসছিলাম। বর্তমান মেয়র মোঃ হারিছুর রহমানই এই প্রথম সেই প্রস্তবগুলো প্রকল্প হিসেবে প্রননয়ন করে তা বাস্তবায়নে বাজেটে করছেন। আমি মনে করি এ প্রকল্প বাস্তবায়ন হলে গৌরনদী পৌরসভার নাগরিকদের স্বপ্ন পুরন হবে। জলাবদ্ধতায় নাগরিকদের ভোগান্তি দুরীভূত হবে।
বিশিস্ট নাগরিক বাজেট পর্যালোচনা বক্তৃতায় বলেন, যে কোন বড় উন্নয়ন সাধিত করতে হলে সাহসী পদক্ষেপ নিতে হয়। প্রায়াত মেয়র শওকত হোসেন হিরন বরিশালকে তিলোত্তমা নগরীতে পরিনত করতে সময়োচিত সাহসী পদক্ষেপ ও প্রকল্প নিয়ে বরিশালের চেহারা পাল্টে দিয়েছেন। এবারের বাজেটে গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান পৌরসভাকে স্বপ্নের মডেল পৌরসভা গড়তে সময়োচিত সাহসী পদক্ষেপ ও প্রকল্প গ্রহন করেছেন। বক্তারা গৌরনদী পৌর সভঅর উন্নয়নে পৌর মেয়র মোঃ হারিছুর রহমানকে সহায়তা প্রদান করতে পৌর কর পরিশোধের আহবান জানান।