বরিশাল
উজিরপুরে সাংবাদিক সেন্টুর মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, উজিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমদাদুল কাসেম ওরফে সেন্টুর মা জামিলা খাতুন (৭৫) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার রাত পৌনে ১২ টায় বরিশালের রূপাতলী আব্দুল্লাহ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকাল করেন (ইন্নাল্লি……………… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার যোহর নামাজ বাদ উপজেলা হাসপাতালের সন্নিকটে বালুর মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে জানাজায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদারসহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এ ছাড়াও মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান উজিরপুর, গৌরনদী ও আগৈরঝাড়ার সাংবাদিক নেতৃবৃন্দ।