গৌরনদী
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ॥ গৌরনদীতে শিক্ষক সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলার শাখার উদ্যোগে গতকাল শনিবার ঢাকা- বরিশাল মহাসড়কের সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন ও সামাবেশের আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি ও নাঠে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান, পালরদী মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, রাজা রাম সাহা, মাহিলাড়া প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী, টরকী গালর্স স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, মোঃ অলাউদ্দিন খান, মোঃ সহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অমূল্য রতন সরকার, । অপর দিকে একই দিন বাটাজোর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মহাসড়কের বাটাজোর বাসষ্টান্ডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাটাজোর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ কাদের হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম মহা-সচিব মোঃ শাহজাহান সরদার, মোঃ আইয়ুব অরী, আক্কেল আলী, মোতাহার প্যাদা, ইউনিয়ন ডেপুটি কমান্ডার আবুল কাসেম, সরিকল ইউনিয়ন কমান্ডার আঃ রহিম, মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির যুগ্শ সচিব উৎপল চক্রবর্তি প্রমূখ।